ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক মাদক ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার

বগুড়ায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক মাদক ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার

.

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১২:৪০ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১২:৪৯

ঢাকার রামপুরা এলাকা থকেে মাদক মামলায় যাবজ্জীন কারাদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রপ্তোর করছেে র‌্যাব। ওই আসামির নাম জিৎ রাজভর (৪৮)। তিনি বগুড়ার গাবতলী উপজলোর সুখানপুকুর বন্দর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। জানা যায়, ২০২১ সালের ১২ মে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় জিৎ রজভরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এবং র‌্যাব-৩ এর একটি যৌথ দল ছায়া তদন্ত শুরু করে। পরে শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক বলেন, সাজা থেকে বাঁচতে জিৎ রাজভর আত্নীয়স্বজনের ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ বিচ্ছি্নে করে দেশের বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আইনি কাজ শেষে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×