সড়কে থামল এক পরিবারের ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়
টাঙ্গাইল ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২২:৩৬
গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের জন্য মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে শেরপুরের উদ্দেশে রওনা দেন আমজাদ মণ্ডল (৬৫)। গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, এক ছেলের স্ত্রী ও দুই নাতি। যাত্রাপথে বেশ উচ্ছ্বসিত ছিলেন সবাই। কিন্তু তাদের এই ঈদযাত্রার আনন্দে মুহূর্তে নেমে আসে বিষাদ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে পাশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে মাইক্রোবাস দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই মারা যান আমজাদ ও তাঁর দুই ছেলে। আহত হন তিনজন।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্য দু’জন হলেন– আমজাদ মণ্ডলের বড় ছেলে রাহাত মণ্ডল (২৬) ও ছোট ছেলে অতুল মণ্ডল (১৪)। আহত মাকসুদা বেগম (৬০), নিহত রাহাতের স্ত্রী মরিয়ম (২৫) ও গাড়িচালক নাজমুলকে (৪০) ঘটনার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন। একই গাড়িতে থাকলেও মাকসুদার মেয়ে ও মরিয়মের দুই সন্তান অক্ষত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজন। তারা জানান, আমজাদ মণ্ডলের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে রাজধানীর বাড্ডা এলাকায় থাকতেন। কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
স্থানীয়দের বরাতে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় পৌঁছায় আমজাদ মণ্ডলদের বহনকারী মাইক্রোবাস। সেখানে মহাসড়কের পাশে একটি ট্রাক থেমে ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস নিয়ে সজোরে ওই ট্রাকে ধাক্কা দেন। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই আমজাদ ও তাঁর দুই ছেলে প্রাণ হারান। আইনি প্রক্রিয়া শেষে রাতে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এদিকে আমজাদ মণ্ডলের গ্রাম চরভাবনা কান্দাপাড়ায় মাতম চলছে। তাঁর নাতি চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নানা প্রতিবছর বড় ঈদে বাড়ি আসেন। সোমবার কোরবানির গরু কেনার জন্য দেড় লাখ টাকা পাঠান। গরুও কেনা হয়েছে। সকালে খবর পেলাম নানা ও তাঁর দুই ছেলে মারা গেছেন।’ তিনি জানান, কৃষক পরিবারটি আমজাদ মণ্ডলের আয়ে চলত। তাঁর মৃত্যুতে এই পরিবার নিঃস্ব হয়ে গেল।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত তিন
- টাঙ্গাইল
- শেরপুর