ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খাসিয়ামারায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

খাসিয়ামারায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ বাংলাবাজারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধনে স্থানীয়রা সমকাল

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ২৩:৪৬

সুনামগঞ্জের খাসিয়ামারা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় লিয়াকতগঞ্জ বাংলাবাজারে এ মানববন্ধনে গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও; সড়ক বাঁচাও, ড্রেজার হটাও স্লোগান ওঠে খাসিয়ামারা নদীরক্ষায়। নদী তীরবর্তী বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, খাসিয়ামারা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে লক্ষ্মীপুর বাজার, জিরারগাঁও, বক্তারপুর, লক্ষ্মীপুর, ভাঙ্গাপাড়া, মাঠগাঁও, ইদ্রিসপুর, নোয়াপাড়া, মিরপুরসহ আটটি গ্রাম ও দারুল কোরআন, জিরারগাঁও হাফিজিয়া, আল হিকমা ও ভাঙ্গাপাড়া হাফিজিয়া মাদ্রাসা হুমকির মুখে পড়েছে।
এ সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে খাসিয়ামারা নদীসংলগ্ন বালুমহালের ইজারা দেওয়া হয়। ইজারা দেওয়ার পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে ইজারাদারের লোকজন।
ইউএনও অরুপ রতন সিংহ বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিয়মবহির্ভূত। বালুমহাল ইজারা নীতিমালার বাইরে গিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এলাকার স্বার্থ রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×