দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

দুর্ঘটনার পর সড়কে ভিড় করেন পথচারীরা। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ০৩:৫১
নওগাঁর পত্নীতলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার শাহাজান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যায়। সন্ধ্যায় ফেরার পথে পার্বতীপুর মোড়ে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। পরে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, পথে হৃদয় হোসেন মারা যায়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, বাসে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুনিধির আশরাফ মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়। নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- সড়ক দুর্ঘটনা