ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাতের হামলা, তরুণ নিহত

কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাতের হামলা, তরুণ নিহত

ছবি: প্রতীকী

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ০৬:১০ | আপডেট: ০৪ জুন ২০২৫ | ০৯:২৬

কক্সবাজারের রামুতে কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে এক তরুণ প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। গত সোমবার রাত ১টার দিকে রামু-গর্জানিয়া সড়কে ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন পারভেজ (১৮) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। আর আহতরা হলেন– রামুর আলী হোসেন সিকদার পাড়া এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন ও একই এলাকার আহমদ হোসেনের ছেলে একরাম। 

আহত আহমদ হোসেনের ছেলে জানান, তাঁর বাবাসহ সাত-আটজন গর্জানিয়া থেকে দুটি গরু কিনে রামুর কলঘর বাজারে ফিরছিলেন। পথে কাউয়ারখোপে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছলে স্থানীয় জাহেদের নেতৃত্বে কয়েক যুবক গরু দুটি ছিনিয়ে নেয়। ঘটনা জানতে পেরে পরে স্থানীয়রা এগিয়ে আসেন। এর পর ঘটনাস্থল থেকে গরু দুটি উদ্ধার করে আহমদ, তাঁর দূর সম্পর্কের শ্যালক পারভেজসহ অন্যরা কলঘর বাজারের উদ্দেশে রওনা দেন। কিছু দূর এগোনোর পর পেছন থেকে অতর্কিত হামলা চালায় ডাকাত দল। গরু দুটি ফের তারা ছিনিয়ে নেয়। এ ছাড়া ধারালো দা আর ছুরি দিয়ে পারভেজ, আহমদ ও একরামকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আর একরাম ও আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 

রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, ডাকাত দলের একজনকে ধরেছিল স্থানীয়রা। তাকে ছাড়িয়ে নিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ডাকাত দলটি। ডাকাতদের ধরতে অভিযান চলছে। 

আরও পড়ুন

×