নবীগঞ্জে সড়কের পাশে পশুর হাট, ভোগান্তি

সড়কের পাশে পশুর হাট। ছবি: সমকাল
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ১৮:১৮
নবীগঞ্জ পৌর শহরের নির্ধারিত স্থানের পাশাপাশি নবীগঞ্জ-শেরপুর সড়ক এলাকায় বসানো হয়েছে পশুর হাট। এতে যানজটের কবলে পড়েছেন পথচারীরা। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর পৌর এলাকার ছালামতপুরে নবীগঞ্জ পৌর পশুর হাট ইজারা না দিয়ে নিজ দায়িত্বে হাট বসিয়ে টোল আদায় করে আসছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এক মাসের জন্য প্রকাশ্যে নিলামের মাধ্যমে পশুর হাট ইজারা দেওয়ার উদ্যোগ নেয়। প্রথম দিন ইজারায় অংশ গ্রহণকারীরা সিন্ডিকেট করে ইজারা নেননি। পরবর্তীতে ১৫ লাখ টাকায় ভ্যাটসহ ১৯ লাখ টাকায় এক মাসের জন্য বাজারটি ইজারা দেন পৌর কর্তৃপক্ষ।
হাট সূত্রে জানা গেছে, গত শুক্রবার ছিল ইজারাদারদের প্রথম বাজার। কোরবানির জন্য ওই হাটে বিপুল সংখ্যক গরু-ছাগল উঠেছে। কিন্তু নির্ধারিত মাঠে স্থান সংকুলান না হওয়ায় ইজারাদাররা বাজার বৃদ্ধি করে নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে পর্যন্ত গরু-ছাগলের হাট বসায়। এতে ওই সড়কের উভয় পাশে গরু পরিবহনের পিকআপ গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। অন্যদিকে এর কাছাকাছি স্থানে গরু-ছাগল বিক্রির জন্য রাখা হয়। ফলে সড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটের ফলে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ছালামতপুর বাস টার্মিনালে যেতে ৫ মিনিটের স্থানে সময় লাগছে এক ঘণ্টা। চরম ভোগান্তি ও দুর্ভোগের ফলে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীরা কর্তৃপক্ষের কাছে দাবি জানান, আগামী দিনগুলোতে যেন এমনটা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।