ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘সুগন্ধা পয়েন্টে সাগরচুরি’

অবশেষে সোয়া ২ একর সরকারি জমি উদ্ধার প্রশাসনের

অবশেষে সোয়া ২ একর সরকারি জমি উদ্ধার প্রশাসনের

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২১:৫৩

কক্সবাজার সাগরতীরের সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে ২ একর ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন। এ সময় অবৈধভাবে নির্মিত ৬৪টি পাকা দোকান ভেঙে দেওয়া হয়।

বুধবার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়। জাল খতিয়ান তৈরি করে প্রায় ২০০ কোটি টাকার সরকারি ওই জমি দখলে নিয়েছিল একটি চক্র।

এর আগে ৩০ এপ্রিল ‘সুগন্ধা পয়েন্টে সাগরচুরি’ শিরোনামে সমকালে এ বিষয়ে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর দুদকের পক্ষ থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে খতিয়ান জালিয়াতি করে সরকারি জমি দখলের প্রমাণ পান দুদক কর্মকর্তারা।

অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা। তদারকির দায়িত্বে ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

এ সময় সানজিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, সরকারি জমি দখল করে একটি চক্র এখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিল। অভিযানে অর্ধশতাধিক পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, সাগরতীরে ২ একর ৩০ শতাংশ এই জমির দাম প্রায় ২০০ কোটি টাকা। এই জমি দখলে নিয়ে টিনের ঘেরা দিয়ে প্রায় ১০০ দোকান নির্মাণ করা হচ্ছিল। একটি চক্র এই জমি দখলে নিয়ে ভুয়া খতিয়ানও তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কক্সবাজার জেলা শাখার সহসভাপতি ওবায়দুল হোসাইন এই দখলে জড়িত। আওয়ামী লীগ নেতা পরিচয়ে আগেও তিনি সাগরপারের জমি দখল নিয়েছেন। এ নিয়ে দলটির দু’পক্ষে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির একটি অংশ। এরপর ফের দখলে নেমেছেন তিনি।

আরও পড়ুন

×