ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টঙ্গী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

টঙ্গী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

সংঘর্ষে বাস দুটো দুমড়েমুচড়ে যায়। ছবি: সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৮:৪৩

গাজীপু‌রের টঙ্গীতে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের দিকে বিপরীতমুখী দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস দুটো দুমড়েমুচড়ে যায়। দুই বাসের চালকসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, দুই বাসের সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন

×