টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবি হেফাজতে

নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা। ছবি: সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ১৯:৫৮
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে নতুন করে ২২ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে এদের মধ্যে ১৪ জনকে অপেক্ষা করতে দেখা গেছে টেকনাফ বাস স্টেশনের আবু ছিদ্দিক মার্কেট এলাকায়।
তারা মিয়ানমারের বুচিডং শহরের লম্বাবিল এলাকার মোহাম্মদ আমিন ও মোস্তফা কামালের পরিবারের সদস্য। যেখানে দুই জন নারী দুই জন পুরুষ ও ১০ জন শিশু রয়েছে।
মোহাম্মদ আমিন ও মোস্তফা কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকা যোগে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা হয়ে বঙ্গোপসাগরের টেকনাফের সদরের মহেশখালীয়া পাড়া উপকূলে উঠেন। নৌকায় মোট ২২ জন রোহিঙ্গা ছিল। অপর ৮ জন নৌকা থেকে নেমে অন্যত্র পালিয়ে গেলেও অটোরিকশাযোগে তারা টেকনাফ স্টেশন এলাকায় আসেন। মার্কেটে আশ্রয় নেওয়ায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের আটকে রাখে।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিষয়টি বিজিবিকে জানানোর পর বিজিবি এসব রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছেন।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান সাংবাদিকদের জানান, ১৪ রোহিঙ্গাকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- রোহিঙ্গা
- রোহিঙ্গা আটক
- অনুপ্রবেশকারী