ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উদযাপন

পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদ উদযাপন

ছবি- সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫ | ১২:০০

পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ এলাকাসহ ৩৫ গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে সঙ্গতি রেখে আজ শুক্রবার (৬ জুন) এসব গ্রামের সহস্রাধিক পরিবার আগাম ঈদ উৎসব করছেন। 

এসব গ্রামগুলোর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ এলাকা ও ছোটবিঘাইসহ ৪টি, গলাচিপা উপজেলার সেনের হাওলা, গ্রামর্দন, নিজ হাওলাসহ ৫টি। বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া, সাবুপুরা, বামনিকাঠি, বানাজোড়া ও আমিরাবাদসহ ১৩টি। কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, নাইয়াপট্টি, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, শাফাখালী, তেগাছিয়া, ছোনখোলা ও বাদুরতলীসহ ১০টি গ্রাম এবং রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া, নিজ হাওলা, আমলিবাড়িয়াসহ ৪ গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে।

ছবি- সমকাল

এসব গ্রামের মধ্যে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন দরবার শরীফের মেজো হুজুর শাহ সাইয়্যেদ আরিফ বিল্লাহ রব্বানী। এ ঈদের নামাজে শতাধিক মুসুল্লী অংশগ্রহণ করে।

বরদরপুর দরবার শরীফের মেজো হুজুর শাহ সাইয়্যেদ আরিফ বিল্লাহ রব্বানী জানান, সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে সঙ্গতি রেখে ১৯২৮ সাল থেকে এই ৯৮ বছর যাবত এসব গ্রামে আগাম রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এসব মুসুল্লীরা বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

আরও পড়ুন

×