ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৫ | ১২:০৮

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম। 

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। 

স্থানীয়দের বরাতে আজিজুল ইসলাম বলেন, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হন। এসময় তারা দুজনেই নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার লাফিয়ে পার হন। পরে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
 
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×