ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ডিসেম্বরে নির্বাচন দাবিতে সিলেটে বাসদের সমাবেশ 

ডিসেম্বরে নির্বাচন দাবিতে সিলেটে বাসদের সমাবেশ 

সিলেটে দলীয় কার্যালয়ের সামনে বাসদের মানববন্ধন

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ০০:৫৯

‘চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের কাছে দেওয়া, রাখাইনে মানবিক করিডরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত’ এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সিলেটে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সিলেট জেলা কমিটির উদ্যোগে রোববার বিকেল ৪টায় আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর।

সদস্যসচিব প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সাবেক ব্যাংকার এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাহফুজ আহমদ, মিজান রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথিবীর সেরা বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া, রাখাইনে কথিত মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত আমাদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। জাতীয় স্বার্থের সঙ্গে নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নাই। 

বক্তারা বলেন, প্রধান উপদেষ্টা ঈদের আগে তাঁর ভাষণে বন্দর নিয়ে যে ভাষায় কথা বলেছেন, রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদে আসীন কারও পক্ষে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।

 

আরও পড়ুন

×