আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫ | ১৭:১৫
ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা হানিফ মোল্যা স্মরণে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী কাজীবাড়ি-সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
স্থানীয় স্কুলের শিক্ষক আব্বাস আলীর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা ফিরোজ আহমেদ। খেলা পরিচালনা করেন মো. মুকুল মোল্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক চান মিয়া, বিষু মোল্যা ও জিয়া মোল্যা প্রমুখ।
প্রথমবারের মতো এমন টুর্নামেন্টের আয়োজনে এলাকাবাসী ছিল উচ্ছ্বসিত। সবার মাঝে ঈদের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যায়। তারা ভবিষ্যতে এই আয়োজনের ধারাবাহিকতা চান। এলাকাবাসী তাদের অনেক দিনের স্বপ্ন একটি খেলার মাঠ দাবি করেন। এ সময় হানিফ মোল্যার পরিবারের পক্ষ থেকে খেলার মাঠ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
- বিষয় :
- আলফাডাঙ্গা
- খেলা