ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় যুবকের মৃত্যু

আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫ | ১৪:৪৮

পাবনার চাটমোহরে আম বিক্রি করতে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বোয়াইলমারী গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছাইকোলা হাটে আম বিক্রি করতে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। আমভর্তি ভ্যানটি বোয়াইলমারী গোরস্তান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন জহুরুল। এ সময় মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার সময় চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, নিহতের পরিবারের লোকজন থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×