ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান বাজানোয় জরিমানা

টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান বাজানোয় জরিমানা

ছবি-সমকাল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫ | ২১:০৯ | আপডেট: ১০ জুন ২০২৫ | ২১:১৮

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় উচ্চস্বরে গান বাজানোর অভিযোগে ৫ নৌকাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর ইউএনও মো. আবুল হাসেম এ অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে এক শ্রেণির পর্যটক তাদের ভাড়ায় চালিত নৌকাতে উচ্চস্বরে গান-বাজনা করে হাওরে ভ্রমণ করছে। যার ফলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকাতে উচ্চস্বরে গান বাজনার অভিযোগে প্রতি নৌকাকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

×