অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫ | ০৩:০৫
অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর গুলিবর্ষণে ৯ জন নিহত হয়েছেন। পরে ওই হামলাকারী নিজেও আত্মঘাতী হন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ২১ বছরের সন্দেহভাজন হামলাকারী স্কুলটির সাবেক শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হামলায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। বিবিসি জানায়, অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গ্রাজ শহরের মেয়র এলকে কাহার এ ঘটনাকে ‘জাতীয় ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী ও স্কুল কর্মচারী রয়েছেন। এ ঘটনায় হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।
হামলাকারী ওই স্কুলের সাবেক শিক্ষার্থীর মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানায়, স্কুল থেকে একাধিক গুলির আওয়াজের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পুলিশের মুখপাত্র সাবরি ইয়রগুন বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে ফোন পেয়ে বিশেষ বাহিনী স্কুলে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে কর্তৃপক্ষ।
বেলা সাড়ে ১১টার দিকে গ্রাজ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে জানায়, স্কুলটি খালি করা হয়েছে এবং শিক্ষার্থী ও কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন আর সেখানে কোনো ঝুঁকি নেই। এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়েছে। স্থানীয় এক সংবাদিক ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেন, হামলার ঘটনাকে কেন্দ্র করে তিনি শহরের রাস্তায় সাধারণ মানুষকে কান্নারত অবস্থায় দেখেছেন। তিনি বলেন, গ্রাজ শহরটির বাসিন্দারা একে অন্যকে চেনেন।
হামলাকারীর অতীতের কোনো অপরাধ রেকর্ড নেই। তিন লাখেরও বেশি জনসংখ্যার শহর গ্রাজের অবস্থান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।
অস্ট্রিয়ায় কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে আগ্নেয়াস্ত্রের মালিকানার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। দেশটিতে নাবালকদের অস্ত্র রাখার অনুমতি নেই। ইউরোপীয় ইউনিয়নের বাইরের বাসিন্দাদের অস্ট্রিয়ায় অস্ত্র আনতে বিশেষ অনুমতি নিতে হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- অস্ট্রিয়া