ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দুর্গত এলাকায় খাদ্যসংকট নিরসনে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার: খাদ্য উপদেষ্টা

দুর্গত এলাকায় খাদ্যসংকট নিরসনে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার: খাদ্য উপদেষ্টা

কুমিল্লা সার্কিট হাউজে বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ২১:৪৮

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব এলাকায় খাদ্যঘাটতি তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করার জন্য সরকার ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছি। জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

কুমিল্লা নগরীর কয়েকটি খাদ্য গুদামের জলাবদ্ধতার বিষয়ে খাদ্য উপদেষ্টা বলেন, নগরীর ধর্মপুর এলাকায় সরকারি খাদ্যগুদামে জলাবদ্ধতার কারণে মজুদকৃত খাদ্যদ্রব্য ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি কালিয়াজুড়ি এলাকার সরকারি রেকর্ড রুমেও একই ধরনের জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। 

আলী ইমাম মজুমদার বলেন, কুমিল্লায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খাদ্যসংকট নিরসনে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের বরাদ্দ বাড়ানো হয়েছে।  

এ সময় জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা নিত্যানন্দ কুন্ডু, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×