যাতায়াতে বাঁশের সাঁকো, দুর্ভোগ কমাতে রাস্তা নির্মাণের দাবি

তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নে এই সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০১:০৩ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১৫:২১
সুনামগঞ্জের তাহিরপুরে বালিজুড়ী ইউনিয়নের নোয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতে রাস্তা না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে স্কুলের সামনে জলাবদ্ধতা তৈরি হয়। এতে কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের।
স্কুল কর্তৃপক্ষ বারবার স্থানীয় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে আবেদন করলেও রাস্তা নির্মাণ হয়নি। সংশ্লিষ্টদের সাড়া না মেলায় এ বছর অভিভাবকদের সহায়তা ও স্কুল ফান্ড থেকে বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরোদমে শুরু হয়েছে সাঁকো তৈরির কাজ।
১৯৯০ সালে উপজেলার রক্তি নদীর তীরে নোয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালে বিদ্যালয়টি নদী ভাঙনের শিকার হলেও বিদ্যালয়ের স্থান পরিবর্তন হয়। ২০০৭-২০০৮ অর্থবছরে এলজিইডির অর্থায়নে নোয়াহাট গ্রামের মধ্যে বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে নোয়াহাট সরকারি বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়।
বিদ্যালয়ের ছাত্র অভিভাবক খগেন্দ্র চন্দ বলেন, বিদ্যালয়ে যাতায়াতে রাস্তা না থাকায় প্রতিবছর বর্ষাকাল এলেই কাদা পানি দিয়ে তাদের শিশুদের স্কুলে পাঠাতে হয়। এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই বিদ্যালয়ের তহবিল ও অভিভাবকদের কাছ থেকে চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করছেন।
অপর ছাত্র অভিভাবক ছবির হোসেন বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় বালিজুড়ী ইউনিয়নে। এ ইউনিয়নের একটি নৌ ঘাট থেকেই প্রতিবছর চার কোটি টাকা রাজস্ব পায় সরকার। অথচ এ ইউনিয়নের সরকারি স্কুলের সামনে রাস্তা নেই। বাঁশের সাঁকো শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে হয়। এ যুগে এটা কী ভাবা যায়।
নোয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজিজুল ইসলাম বলেন, প্রতিদিন তাঁকে দক্ষিণকুল প্রধান সড়ক থেকে জুতা খুলে হাতে নিয়ে বিদ্যালয়ে গিয়ে পড়তে হয়। আর শিক্ষার্থীদের দুরবস্থার কথা তো বলার অপেক্ষাই রাখে না। বিদ্যালয়ের এই রাস্তাটি নির্মাণের জন্য তারা অনেকবার উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করেছেন। কিন্তু রাস্তা হচ্ছে না।
বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, বিদ্যালয়ে যাতায়াতে রাস্তাটি নির্মাণের জন্য ইউনিয়নের পক্ষ থেকে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের তালিকাতে নাম দেওয়া হয়েছিল। এ বছর সরকার ৪০ দিনের প্রকল্প অনুমোদন না দেওয়ায় রাস্তার কাজটি করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে অনুমোদন পেলেই কাজটি করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
- বিষয় :
- রাস্তা সংস্কার
- তাহিরপুর
- বাঁশের সাঁকো