ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে পিকআপের ধাক্কা, নিহত ১

ছবি: সমকাল

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০১:৪৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রলির পেছনে পিকআপের ধাক্কায় মো. তুহিন বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত তুহিন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আফজাল বিশ্বাসের ছেলে।

জানা যায়, বরিশাল থেকে ঝিনাইদহগামী একটি পিকআপ মধুখালীর বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তার পাইলিং এর কাজে ব্যবহৃত পেলেসাইকিং বোঝাই ওই ট্রলিটি মহাসড়কে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ছিল এবং টায়ার ফেঁটে যাওয়ায় সড়কের পাশে দাঁড় করানো ছিল।

ধাক্কার ফলে পিকআপে থাকা ম্যাটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. তুহিন বিশ্বাস ট্রলি ও পিকআপের মধ্যে আটকা পড়ে যান। মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও ট্রলি জব্দ করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করছি। পরবর্তী ব্যবস্থা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×