সাতকানিয়ায় প্রার্থী হয়েই পদ হারালেন শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম

শাহজাহান চৌধুরী- সংগৃহীত ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০৬:০০ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ০৬:৪৩
শেষ পর্যন্ত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণার করার কয়েক ঘণ্টার মাথায় দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহজাহান চৌধুরীকে। নগর জামায়াতের আমিরের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে মো. নজরুল ইসলামকে।
এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কেন্দ্র ও স্থানীয় পর্যায়ে স্পষ্ট বিভক্তির চিত্র ফুটে উঠেছে।
শুক্রবার সকালে সাতকানিয়ার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ শাহজাহান চৌধুরীকে প্রার্থিতার ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একইদিন বিকেলে নগরীর দেওয়ানবাজারে মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ‘দায়িত্বশীল সমাবেশে’ শাহজাহান চৌধুরীকে সরিয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে মো. নজরুল ইসলামকে। তিনি এতদিন নায়েবে আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অবশ্য দলটির নেতাকর্মিরা এই সিদ্ধান্তকে ‘সমঝোতার ফল’ হিসেবে দেখছেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীতে আয়োজিত ‘জরুরি দায়িত্বশীল বৈঠকে’ মহানগরের আমির পদে পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাতকানিয়া শাহজাহান চৌধুরীকে দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এ কারণে তাকে এখন থেকে সাতকানিয়ায় বেশি সময় দিতে হবে। তার বদলে নায়েব আমির নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।’
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে। তবে চট্টগ্রাম-১৫ আসনটিকে সে সময় ফাঁকা রাখা হয়, যদিও শাহজাহান চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছিলেন যে এই আসনে তিনিই চূড়ান্ত প্রার্থী। এ নিয়ে দলটির মধ্যে আলোচনা সমালোচনা চলছিল। এরই মধ্যে শুক্রবার তাকে আসনটি থেকে দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো।
- বিষয় :
- চট্টগ্রাম
- সাতকানিয়া
- জামায়াতে ইসলামী