ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খুলনায় দুই নারীর করোনা শনাক্ত

খুলনায় দুই নারীর করোনা শনাক্ত

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ২৩:১৪ | আপডেট: ১৭ জুন ২০২৫ | ২৩:১৫

খুলনায় দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে পৃথক পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। চলতি বছর করোনায় আক্রান্তের ঘটনা এটাই প্রথম।

আক্রান্ত দুই নারীর নাম সুমাইয়া ও তানিয়া বেগম। এর মধ্যে সুমাইয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, মঙ্গলবার সকালে খুলনা জেনারেল হাসপাতালে সুমাইয়া নামের এক নারীর করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে খুলনা মেডিকেলে তানিয়া বেগম নামের আরেকজনের করোনা ভাইরাস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

×