নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে

আবু রায়হান নেহাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ০৩:৫২ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ০৩:৫৪
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিন দিন পর আবু রায়হান নেহাল (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
নিহত নেহাল ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং ছনধরা ইউনিয়নের হরিনাদী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছিলেন। গত ১৩ জুন রাতে সে ভাইটকান্দি সখল্যা মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১৫ জুন তার ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঢাকনা খুলে নেহালের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, নেহালের সঙ্গে তাদের প্রতিবেশী ও সহপাঠী একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে চলতি বছরের ১৫ জানুয়ারি মেয়েটির বাবা ও ভাই মিলে নেহালকে মারধর করে। নেহাল নিখোঁজ হওয়ার পর থেকেই ওই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, মামলার প্রক্রিয়া চলছে। সন্দেহভাজনরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ