ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আবাদি জমিতে পুকুর খনন, রাস্তা রক্ষায় রায়গঞ্জে মানববন্ধন 

আবাদি জমিতে পুকুর খনন, রাস্তা রক্ষায় রায়গঞ্জে মানববন্ধন 

রায়গঞ্জে সাতকুর্শি গ্রামে চলাচলের রাস্তা রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ২২:১৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাতকুর্শি গ্রামে চলাচলের রাস্তা রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী নৈপাড়া গ্রামে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ চলছে। প্রতিদিন সাতকুর্শি গ্রামের রাস্তা ব্যবহার করে ড্রাম ট্রাকে মাটি পরিবহন করা হয়। ফলে এই গ্রামের রাস্তাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ধানকাটা মৌসুমে কৃষকেরা মাঠ থেকে ফসল ঘরে তুলতে, বাজারে বিক্রি করতে পারছেন না। 

গ্রামটির রাস্তাগুলো রক্ষা ও পাকাকরণের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতকুর্শি গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ, রইচ উদ্দিন, আক্তার হোসেন, নজরুল ইসলাম আব্দুল খালেক, শাহ আলমসহ আরও অনেকে।

আরও পড়ুন

×