ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাজীপুরে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

গাজীপুরে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ নেতা রিপন। ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ২১:৩৩ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ২১:৩৫

‘আমি এক অভাগা সন্তান। মাকে শেষ ডাকটাও দিতে পারলাম না।’ সাদা কাফনে মোড়ানো খাঁটিয়ার ওপর থাকা মায়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে বলছিলেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন। তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া হাজারো মুসল্লি সামনে অঝোরে কাঁদতে থাকেন রিপন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে আজ বৃহস্পতিবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের মাওনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপনের মা নূরুন্নাহারের (৫৬) জানাজা অনুষ্ঠিত হয়। রিপন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলামের ছেলে। এর আগে বুধবার তিনি ময়মনসিংহের একটি হাসপাতালে মারা যান।

রিপনের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে পিটিশন দেওয়া হয়। পরে প্যারোলে তিনি মায়ের জানাজায় অংশ নেওয়ার অনুমতি পান। অনুমতি পেয়ে পুলিশের কড়া পাহারায় তিনি জানাজার নামাজে অংশ নিয়েছেন। পরে তাকে আবার কারাগারে ফেরত নেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, আবেদনের পর বন্দি রিপনের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে জানাজায় অংশ নেওয়ার জন্য ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। 

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, আদেশ পাওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মুক্ত থেকে ৩ ঘণ্টা পর পুলিশ আবার আসামি রিপনকে কারাগারে হস্তান্তর করে। 

স্বজনরা জানান, রিপন তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে এক ঘণ্টা বাড়িতে অবস্থান করেন। পুলিশ পাহারায় রিপন বাড়িতে আসার পর সেখানে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। 

জানা যায়, তরিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলাসহ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় গত ১১ ফেব্রুয়ারি উপজেলার মাওনার নিজ বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হন। এর পর থেকেই গাজীপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুন

×