ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাবি চারুকলা অনুষদে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন

রাবি চারুকলা অনুষদে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন

ফাইল ছবি

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২১:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে অনিয়মের অভিযোগ ওঠার পর শর্তে সংশোধন আনা হয়েছে। গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষক নিয়োগের শর্তাবলি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল।

গত ২১ মে সমকালে ‘ডিনের ভাইকে নিয়োগ দিতে শর্ত পরিবর্তন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে এলে প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগটিতে তত্ত্বীয় বিষয়ের জন্য দু’জন এবং ব্যবহারিক বিষয়ের জন্য ছয়জন শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়। এ জন্য যে শর্ত জুড়ে দেওয়া হয়, তা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয়। কারণ, রাবির চারুকলা অনুষদের সব বিভাগে এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু রয়েছে।

তত্ত্বীয় বিষয়ে যে দু’জন শিক্ষক নেওয়া হবে, তাদের শিল্পকলার ইতিহাস বিষয়ের ওপর দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, এ শর্ত নির্দিষ্ট একজন প্রার্থীকে সুবিধা দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসে। গত ১৭ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, ‘তত্ত্বীয় বিষয়ের জন্য চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের যে কোনও একটি ডিসিপ্লিন থেকে চার বছর মেয়াদী বিএফএ অনার্স ও শিল্পকলার ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।’ 

সংশোধিত বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদি মাস্টার্সের শর্তটি তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘নিয়োগের শর্তের বিষয়টি বিভাগ থেকে ঠিক করা হয়েছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করি। নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। তাই আমরা বিজ্ঞপ্তিটি সংশোধন করেছি।’
 

আরও পড়ুন

×