শাবি ছাত্রীকে অচেতন করে ধর্ষণ, দুই সহপাঠী গ্রেপ্তার

ছবি:সমকাল
শাবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫ | ২১:২৬
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীসহ পাঁচজনের বিরুদ্ধে অচেতন করে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক ছাত্রী। শুক্রবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন ভুক্তভোগী।
পুলিশ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী তাদের সহপাঠী।
এদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে বিবৃতি দিয়েছে ছাত্রদলসহ বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, ভুক্তভোগী বৃহস্পতিবার বিকেলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানানোর পর সন্ধ্যায় দু’জনকে হাজির করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদের হেফাজতে নেয় পুলিশ। শুক্রবার ভুক্তভোগী মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এজাহারে বলা হয়, গত ২ মে সন্ধ্যায় শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের সঙ্গে ভুক্তভোগী শহরের উদ্দেশে বের হন। কিন্তু কৌশলে সুরমা এলাকার একটি মেসে নিয়ে তাঁকে অচেতন করে ধর্ষণের পর নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করে তারা। ঘটনা প্রকাশ করলে ছবি-ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।
জানা যায়, বৃহস্পতিবার ভুক্তভোগীর অভিযোগ পেয়ে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পুলিশকে জানান। পুলিশ আদনান ও পার্থকে আটক করে প্রক্টর কার্যালয়ে হাজির করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সত্যতা পেয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বডির নির্দেশে দু’জনকে হেফাজতে নেয় পুলিশ।
প্রক্টর জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেয়েছেন। আইন অনুসারে যা প্রয়োজন, সে ব্যবস্থা তারা নিয়েছেন।