বেরোবি শিক্ষকের মুক্তি চায় রাবির সাংবাদিকতা বিভাগ

মো. মাহামুদুল হক
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ২২:২৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী অধ্যাপক মো. মাহামুদুল হকের মুক্তি চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। শনিবার সকালে রাবির বিভাগীয় সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুলের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে বেরোবি শিক্ষক মো. মাহামুদুল হককে যেভাবে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা হতাশাজনক। আমরা অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি। মাহামুদুল সাংবাদিকতা পেশায় সুনামের সঙ্গে কাজ করেছেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিচিত। এ ধরনের একজন ব্যক্তির পক্ষে প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়ানো কল্পনাতীত। মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করাটা উদ্দেশ্যপ্রণোদিত এবং সাজানো ঘটনা মনে করার যথেষ্ট কারণ রয়েছে।
বিভাগীয় শিক্ষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান। মাহামুদুলকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান তাবিউর রহমান বলেন, আমরা একটি পরিবার। এ বিভাগের কেউ আঘাতপ্রাপ্ত হলে, বরদাশত করব না। যদি তাঁর মুক্তির ব্যবস্থা না করা হয়, আমরা বড় কর্মসূচির চিন্তা করব।
উল্লেখ্য, গত ২ আগস্ট পুলিশের ভয়ে পালানোর সময় পড়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান ছমেস উদ্দিন। এ ঘটনার ১০ মাস পর গত ৩ জুন হত্যার অভিযোগে মামলা করা হয়। এ মামলায় গ্রেপ্তার করা হয় শিক্ষক মাহামুদুলকে।