চা বিক্রেতা জুলাই যোদ্ধাকে মারধর, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ইসলাম উদ্দিন
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ০০:০০
চা বিক্রেতাকে মারধরের দায়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এএসআই জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মারধরের শিকার ইসলাম উদ্দিন জুলাই যোদ্ধা। আজ শনিবার সকালে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকমাস ধরে শেখঘাট এলাকায় চা বিক্রি করেন ইসলাম উদ্দিন। প্রতিদিনের মত শনিবার সকালেও দোকান খোলেন তিনি। ওই সময় টহলরত পুলিশ ইসলাম উদ্দিনকে দোকান বন্ধের নির্দেশ দেন। ইসলাম উদ্দিন পুলিশ কর্মকর্তাকে জানান যে তিনি বিগত জুলাই আন্দোলনে আহত হয়েছেন। শারীরিকভাবে অসুস্থ। এই ব্যবসা পরিচালনা করে তার পরিবার চলছে। এর আগে তিনি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। এর পরও এএসআই জসীম তাকে চড়, থাপ্পড় ও ঘুষি মারেন। পরে ইসলাম উদ্দিনকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সংবাদ পেয়ে সমন্বয়রা তাকে দেখতে হাসপাতালে যান। তার পুলিশ কমিশনার বরাবর অভিযোগ জানান। এরই পরিপ্রেক্ষিতে এএসআই জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক।
এ বিষয়ে আলী আব্বাস শাহিন বলেন, ‘আমরা পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করি। এবং দোষী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইসলাম উদ্দিন জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন। এবারও তার মাথায় আঘাত করা হয়েছে।’
- বিষয় :
- সিলেট
- জুলাই অভ্যুত্থান
- মারধর
- পুলিশ কর্মকর্তা
- বরখাস্ত