বেক্সকার নতুন সভাপতি গোলাম রাব্বানি, সম্পাদক শাহরিয়ার সাদাত

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ২০:৫৯
বরিশাল এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশনের (বেক্সকা) বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন পূর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাবে নির্বাচনে ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে গোলাম রাব্বানি শাহীন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার সাদাত।
নির্বাচনে, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোর্শেদুর রহমান সানি, এস. এম. মাসুদ পারভেজ দীপু, মাহমুদ হাসান, মাহমুদুর রশীদ মজুমদার।
জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফুর রহমান, ট্রেজারার পদে আসিফ খান শাকির, অর্গানাইজিং সেক্রেটারি পদে কাজী আরিফুর রহমান এবং জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি পদে সিফাত মোহাম্মদ শরিফ, অফিস সেক্রেটারি পদে মাহিরুল ইসলাম, জয়েন্ট অফিস সেক্রেটারি পদে রাফিদ রহমান, ওভারসিজ সেক্রেটারি পদে সাব্বির আহমেদ, হেলথ সেক্রেটারি, পদে মো. মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. মাহবুবুল আলম। কমিশনের অন্য সদস্যরা হলেন, মতিউর রহমান, শরিফ মো. ফরহাদ হোসেন, মো. সাইফুল্লাহ তালুত, সুজল আহমেদ তালুকদার।
- বিষয় :
- পূর্বাচল