সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

হাসিনুর ইসলাম সজল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৭:৪৮ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ১৮:০৮
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী হাসিনুর ইসলাম সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজশাহীর শাহমখদুম থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ সোমবার নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার হাসিনুর ইসলাম সজল নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার সাইনুদ্দীন সান্টুর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, সজল সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রথমে ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করতেন। পরে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান।
নগরীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারি বলেন, ‘সজলের বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। ৫ আগস্ট পরবর্তী মামলাগুলো বোয়ালিয়া থানার। এগুলোর তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।’