ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিশুদের ঝগড়া নিয়ে সালিশে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

শিশুদের ঝগড়া নিয়ে সালিশে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ম্যাপ

 কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ২২:৫৯

কেশবপুরে শিশুদের ঝগড়া নিয়ে সালিশ পছন্দ না হওয়ায় সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর করেছে। গত মঙ্গলবার রাতে পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত সোমবার বিকেলে কমলাপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে তাসলিমা খাতুন ও প্রতিবেশী আমিনুর রহমান দফাদারের ছেলে শিহাব হোসেন বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় দু’জনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাদের ঘটনা জানালে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

মঙ্গলবার সন্ধ্যার পর কমলাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল শেখের সভাপতিত্বে এলাকার শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে সালিশ বৈঠক বসে মীমাংসার চেষ্টা করেন মাতবররা। সালিশের সিদ্ধান্ত আমিনুর রহমান দফাদারের বিপক্ষে যাওয়ায় তিনি উত্তেজিত হয়ে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে সালিশের সভাপতি এবাদুল শেখকে ‘ঘুষ খেয়ে বিচার করছিস’ বলেই পেছন থেকে লাথি মেরে ফেলে দেন এবং তাঁর কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করতে যান।

এ সময় তাঁর পাশে থাকা ওয়ার্ড বিএনপির সদস্য তুহিন মোড়ল ঠেকাতে গেলে ওই ছুরির আঘাত তাঁর বুকের বাঁ পাশে লেগে জখম হয়। সালিশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ওই রাতেই সালিশে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে আমিনুর রহমান ও তাঁর বাবা আব্দুস সালাম দফাদারের বসতঘরে ঢুকে ভাঙচুর চালায়। এরপর থেকে তারা গা ঢাকা দিয়েছেন।

পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল জানান, আহত ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল শেখ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওয়ার্ড বিএনপির সদস্য তুহিন মোড়লের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (গতকাল) বিকেলে তাঁর অপারেশন হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ারুল ইসলামের ভাষ্য, তুহিন মোড়ল নামে একজনকে এখানে আনা হয়েছিল। তাঁর বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার এসআই আসমত আলী বলেন, কমলাপুরে মারামারির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ওসি এসে অভিযোগটি দেখে দিলে তারপর 
মামলা হবে।
 

আরও পড়ুন

×