ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে ৩ টাকার টিকিট ৫ টাকা

বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে ৩ টাকার টিকিট ৫ টাকা

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ১৩:০৬ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ১৩:১৩

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট বাণিজ্যের অভিযোগ উঠেছে। টিকিটের দাম তিন টাকা হলেও প্রতি রোগী থেকে আদায় করা হচ্ছে ৫ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে অপমান এবং লাঞ্ছিত হতে হয়। এভাবে রোগীর পকেট কেটে বছরে লাখ লাখ টাকার বাণিজ্য হলেও কর্তৃপক্ষ উদাসীন। 

হাসপাতালের রেজিস্টার ঘেঁটে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি মাসে ১১৫১৫ জন, ফেব্রুয়ারিতে ১০৬৯০, মার্চে ১০০৫৪, এপ্রিলে ১১৪১৭ এবং মে মাসে ১১২১৪ জন রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নেওয়ার জন্য টিকিট সংগ্রহ করেছেন। এ চার মাসে টিকিট বিক্রি বাবাদ অতিরিক্ত ৮৭ হাজার ৩৫২ টাকা আদায় হয়েছে। রোগীর কাছ থেকে হাতিয়ে এ টাকা হাসপাতালের সাবেক প্রধান অফিস সহকারী রইস উদ্দিন, মালী আনিসুর রহমান ও দুলাল নামে এক দালাল ভাগাভাগি করে নেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী। 

অভিযোগ পেয়ে ২২ জুন সকাল ১১টায় বহির্বিভাগে কাউন্টারে গিয়ে দেখা যায় মালী মো. আনিছুর রহমান টিকিট বিক্রি করছেন। রোগীদের সঙ্গে কথা হলে তারা জানান টিকিটের দাম ৩ টাকা। কাউন্টার থেকে নেওয়া হচ্ছে ৫ টাকা। এ সময় হাসপাতালের একজন কর্মচারী বলেন, এটি খুব সামান্য টাকা। বেশির ভাগ রোগী এটি নিয়ে কিছু বলেন না। আর রোগীরা বলছেন, হাসপাতালে সেবার মান ভালো না। আমরা অতিরিক্ত দুই টাকা দিতে চাই না। খুচরা দিলেও পাঁচ টাকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা। 

জানতে চাইলে কাউন্টারের দায়িত্বে থাকা আনিছুর বলেন, হাসপাতালে লোকবল সংকট। কর্তৃপক্ষের নির্দেশেই কাউন্টারে বসেছি। বাড়তি কাজ করি। কিছু টাকা নিতেই পারি। এ ছাড়া দুই টাকা খুচরা থাকে না। তাই ৫ টাকা করে নিই। 

হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবু সায়েম বলেন, অতিরিক্ত টাকা আদায়ের কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তা মো. শফিউল্লাহ নেওয়াজ বলেন, বহির্বিভাগের টিকিট প্রতিটি তিন টাকা নেওয়ার কথা। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেয়ে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে সতর্ক করা হয়েছে। এরপরও অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মালী দিয়ে টিকিট কাউন্টারের কার্যক্রম পরিচালনার বিষয়ে শফিউল্লাহ নেওয়াজ বলেন, হাসপাতালে জনবল সংকট প্রকট। বাধ্য হয়ে মালী দিয়ে এ কাজ করানো হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালটিতে ৩১ শয্যার ওষুধ, রোগীর খাবারসহ অন্যান্য সুযোগসুবিধা রয়েছে বলে জানান তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হাসপাতালে বর্তমানে ৪ জন জুনিয়র কনসালট্যান্ট, ৬ জন স্বাস্থ্য কর্মকর্তা বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। শয্যা ব্যবস্থা থেকে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন অতিরিক্ত রোগী ভর্তি থাকে এখানে।
জেলা সিভিল সার্জন এস.আই.এম রাজিউল করিম বলেন, বাগমারায় অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি এখন জানলাম। তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×