ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ২৯ জুন ২০২৫ | ১৭:৩৭

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে দুর্ঘটনায় মো. তসলিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন।

রোববার দুপুরে উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান মহিমা মাস্টার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন জানান, ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে ওই শ্রমিক সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক কাজ করার সময় ওই শ্রমিকের কোনো ধরনের নিরাপত্তা বেল্ট, হেলমেট বা প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছিল না। সুরক্ষা সরঞ্জাম থাকলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

আরও পড়ুন

×