ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওয়াশব্লকে পানি না থাকায় বিপাকে শিক্ষার্থীরা

ওয়াশব্লকে পানি না থাকায় বিপাকে শিক্ষার্থীরা

সাবমার্সিবল নলকূপ নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। সংকটের কারণে বন্ধ রয়েছে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ সমকাল

 তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০০:১১

তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানি সরবরাহের লাইন বন্ধ থাকায় সব ওয়াশব্লক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত জানুয়ারি থেকে চলছে এই দুর্ভোগ।
বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের সময় পানির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয়ের সাবমার্সিবল নলকূপ থেকে বিকল্প সংযোগ ব্যবহার করে। যার এক পর্যায়ে সেটি বিকল হয়ে যায়।
সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিক জানান, প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষক ও ৪০৪ জন শিক্ষার্থী আছে। নলকূপ বিকল হওয়ায় বিদ্যালয়ের সবক’টি ওয়াশব্লক বন্ধ রয়েছে। অপরদিকে নির্মাণাধীন ভবনের ইটের গাঁথুনি নির্মাণকাজেও প্রায় এক মাস ধরে পানি দেওয়া হচ্ছে না। থমকে আছে কাজ। বিষয়টি অবহিত করার পর উপজেলা প্রকৌশলী নির্মাণকাজ আপাতত বন্ধ রাখার জন্য শ্রমিকদের বলে দিয়েছেন। পরে বার বার অবহিত করেও এখন সমাধান পাচ্ছেন না। পঞ্চম শ্রেণির ছাত্র সাইফ উদ্দিন জানায়, বিদ্যালয়ের টয়লেটে পানি না থাকার কারণে তাদের খুব সমস্যা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, বিদ্যালয়ের সাবমার্সিবল নলকূপটি বন্ধ থাকার কারণে ৬টি ওয়াশব্লকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হয়। কম পানি ব্যবহারে দুর্গন্ধ বেড়ে যাচ্ছে। ঠিকাদার লিটন মিয়াকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করছেন না।

আরও পড়ুন

×