ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন এএসআইয়ের মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন এএসআইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়ি (মানিকছড়ি) সংবাদদাতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ১৬:২৮

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সেকশন লিডার কোর্সের (এসএলসি) ট্রেনিং চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।

ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত মো. মোতালেব হোসেন খাগড়াছড়িতে ৬ সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে এসেছিলেন বলে জানা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারের কমান্ড্যান্ট।

আরও পড়ুন

×