খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন এএসআইয়ের মৃত্যু

প্রতীকী ছবি
খাগড়াছড়ি (মানিকছড়ি) সংবাদদাতা
প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ১৬:২৮
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সেকশন লিডার কোর্সের (এসএলসি) ট্রেনিং চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।
ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত মো. মোতালেব হোসেন খাগড়াছড়িতে ৬ সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে এসেছিলেন বলে জানা গেছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারের কমান্ড্যান্ট।