ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রবাসফেরত স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রীর বিচার দাবি

প্রবাসফেরত স্বামীর মৃত্যুর ঘটনায় স্ত্রীর বিচার দাবি

বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর অফিস

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ১৮:৪১

ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে অনৈতিক সম্পর্কের জেরে এক গৃহবধূর বিরুদ্ধে প্রবাসফেরত স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ ও তার কথিত প্রেমিক আলী শেখের বিচার দাবিতে বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহত ইলিয়াস খানের বাবা হাতেম খান, হাজেরা বেগম, তাসলিমা বেগম, মির্জা প্রিন্স প্রমুখ। বক্তারা বলেন, আসরউদ্দিন মুন্সিরডাঙ্গী এলাকার আলমাস খান (৪০) দীর্ঘদিন প্রবাসে থাকায় তাঁর স্ত্রী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায়। আলমাস এ ঘটনা জেনে স্ত্রীকে নিষেধ করলে তাদের মধ্যে মনোমালিন্য ঘটে। সম্প্রতি আলমাস বিদেশ থেকে বাড়িতে ফেরেন। স্ত্রী তাঁকে ফের বিদেশে চলে যেতে চাপ সৃষ্টি করছিল। এ নিয়ে বিরোধের জেরে গত শনিবার রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করে স্ত্রী। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আলমাসের স্ত্রীকে গ্রেপ্তার করে। তবে আলী শেখকে ধরতে পারেনি। দ্রুত তাকে গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আসাদুজ্জামান তালুকদার জানিয়েছেন, এ ঘটনায় আলমাসের স্ত্রীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। অপর আসামি আলী শেখকে ধরতে তৎপর রয়েছে পুলিশ। 

আরও পড়ুন

×