ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্যাংক খাতে কিছু সংস্কার নির্বাচিত সরকার করবে: অর্থ উপদেষ্টা

ব্যাংক খাতে কিছু সংস্কার নির্বাচিত সরকার করবে: অর্থ উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সমকাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৭:৫৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৫ | ০০:৩৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘টাকাপয়সা নিয়ে অনেকে চলে গেছে। বিশ্বের অন্য কোনো দেশে এমন নজির নেই। আমরা কতগুলো সংস্কার এনেছি। ব্যাংক খাতে কিছু সংস্কার সময়সাপেক্ষ। এটা আমরা করতে পারব না; নির্বাচিত সরকার এসে করবে।’

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খারাপ ব্যাংকগুলো সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্বাসন করছে। ইসলামী ব্যাংক এর মধ্যে অন্যতম উদাহরণ। অন্য ব্যাংকগুলোর জন্য একটি আইন হয়েছে, যা ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট নামে পরিচিত। এর অন্যতম শর্ত, যারা বিভিন্ন ব্যাংকে টাকাপয়সা জমা দিয়েছে, তাদের টাকাপয়সা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?’

বিনিয়োগ বাড়ানোর বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিনিয়োগে আকৃষ্ট করার জন্য সরকার কাজ করছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো জায়গা। আমরা আশা করছি বিদেশি বিনিয়োগ আসবে।’

আরেক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। নবীনগর-বাঞ্ছারামপুর ও আড়াইহাজার সড়কের কাজ একনেকে অনুমোদন হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। নবীনগর-আশুগঞ্জ সড়ক নির্মাণ এবং নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মদিদারুল আলম। সভার প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নবীনগরের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও কবি মনমোহন দত্তের স্মৃতিচারণে মিউজিয়াম নির্মাণসহ প্রশাসনের যেসব সমস্যা, সেগুলো সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সঞ্চালনায় সভায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনছুর, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন। 


 

আরও পড়ুন

×