ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসিকে প্রত্যাহার

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসিকে প্রত্যাহার

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ২৩:০৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৫ | ০০:৪৭

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিমকে এ থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়। 

পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার মোস্তফা পুর এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হয়। মিছিলের ছবি ও ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনা মুখে পড়েন ওসি রফিকুল ইসলাম। এর পর তাকে প্রত্যাহার করা হয়।

তবে আজ সোমবার রাতে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান সমকালকে বলেন, ‘মিছিলকাণ্ডের সঙ্গে এ আদেশ কাকতালীয়ভাবে মিলে গেছে। তবে পরবর্তী বদলির জন্য ওসি রফিকুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এমন আদেশ পুলিশের জন্য স্বাভাবিক।’

ওসি রফিকুল ইসলাম সমকালকে বলেন, ‘মিছিলকাণ্ডে আমার সরে যাওয়ার বিষয়টি সঠিক নয়। দোয়া করবেন।’

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ওসি রফিকুল ইসলাম সদর দক্ষিণ মডেল থানায় যোগদান করেন।

আরও পড়ুন

×