রাস্তায় পড়ে ছিল নবজাতকের পলিথিনে মোড়ানো লাশ

রোববার নাটোর শহরের ফৌজদারী পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ছবি: সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৮:৩৭
নাটোর শহরের ফৌজদারী পাড়া এলাকায় রাস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, শহরের ফৌজদারীপাড়া এলাকার মুসলিম ইন্সটিটিউট ভবনের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের লাশ পড়ে ছিল। দুপুরে এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।