রংপুরে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৩ সদস্য গ্রেফতার

জঙ্গি সংগঠনের গ্রেফতারকৃত তিন সদস্য। ছবি: র্যাবের সৌজন্যে
রংপুর অফিস
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৪:৪১
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। এরা হলেন, গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফুলহারের আব্দুল গণি আকন্দের ছেলে বিপ্লব হোসেন (৩৩), বজরুক বোয়ালিয়া মধ্যপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২) ও ফুলহারের মনসুর আলীর ছেলে মওলা মিয়া (৪০)। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সীমকার্ড উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর আভিযানিক দল পূর্বে গ্রেফতার হওয়া জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিপ্লব ও মওলা ছোট ব্যবসায়ী ও নুর মোহাম্মদ চাকরিজীবি। তারা ‘আল্লাহর দল’ এর নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন থেকে এ সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
র্যাব কর্মকর্তা বলেন, তারা প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লাহর দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে।
- বিষয় :
- রংপুর
- আল্লাহর দল
- জঙ্গি গ্রেফতার
- র্যাব-১৩