ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বগুড়ায় নৈশবাসে তল্লাশি, ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ায় নৈশবাসে তল্লাশি, ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার ৮ মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা মাদকদ্রব্য। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৬:৫০

বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকায় নৈশবাসে তল্লাশি চালিয়ে তিন নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী কোচে তল্লাশি চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজা, হিরোইন ও ৩ লিটার ফেনসিডিল পাওয়া যায়।

গ্রেপ্তার ৮ জন হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুল মতিনের স্ত্রী রহিমা বেগম, বরিশালের পাংসা এলাকার মোশারফ হোসেনের স্ত্রী রূপা বেগম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারবর্তীপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম, পাবনার কাশিনাথপুর উপজেলার বায়রা গ্রামের ছানাউল ইসলাম, একই জেলার মনিদহ গ্রামের জাহাঙ্গীর হোসেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বুলু মণ্ডল, একই জেলার জাহাজ কোম্পানি এলাকার খাজা মঈন উদ্দিন ও বরিশাল সদরের ফরহাদ হোসেন।  

বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান জানান, চক্রটি দিনাজপুরের দিক থেকে মাদকদ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৈশকোচে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন

×