ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০ | ০৭:১৬

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা পরিষদের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের স্বরুপনগর আনসার ক্যাম্প মহল্লার মৃত দেলখোস উদ্দিন মাস্টারের ছেলে এবং পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার কাউনাইন (৫৮)।

স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার উপজেলা পরিষদের সামনে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কাউনাইন ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পলাতক থাকলেও বাসটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও পড়ুন

×