করোনায় মৃত ব্যক্তিদের সৎকার করবে যশোর রামকৃষ্ণ মিশন

যশোর অফিস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ০৯:৫৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ | ১০:০১
করোনায় সনাতন ধর্মাবলম্বীদের মৃত ব্যক্তিদের সৎকারে এগিয়ে এসেছে যশোর রামকৃষ্ণ মিশন। সোমবার বিকেলে যশোর রামকৃষ্ণ আশ্রমে এক অনুষ্ঠানে একথা জানান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী জ্ঞানপ্রকাশানন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
স্বামী জ্ঞানপ্রকাশানন্দ বলেন, সনাতন ধর্মের ব্যক্তি করোনায় আক্রান্ত্ম হয়ে মৃত্যু বরণ করলে তাদের শ্মশানে নিয়ে সৎকারের জন্য কেউ এগিয়ে আসতে চায় না। এজন্য রামকৃষ্ণ মিশন তাদের সৎকারের উদ্যোগ নিয়েছে।
করোনাকালীন সময়ে রামকৃষ্ণ মিশন মৃত ব্যক্তিদের সৎকার ছাড়াও করোনা প্রতিরোধে প্রচারপত্র বিলি, মাইকিং ও সহস্রাধিক অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে।
এতে অন্যান্যের মধ্যে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেষ দত্ত খোকন, করোনাজয়ী চিকিৎসক ডা. বিধান কৃষ্ণ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।