ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

৪১ হাজার টন সার নিয়ে বিপাকে যমুনা কারখানা

৪১ হাজার টন সার নিয়ে বিপাকে যমুনা কারখানা

ফাইল ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২০ | ১২:১৭

প্রায় ৪১ হাজার টন ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছে সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কর্তৃপক্ষ। এসব সারের মান খারাপ হওয়ার অভিযোগে শনিবার সকাল থেকে ডিলাররা তা নেওয়া বন্ধ করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানার বিক্রয় বিভাগের কর্মকর্তা ওয়ারেছ আলী বলেন, চলতি মাসে ডিলারদের মধ্যে সার বরাদ্দ দেওয়া হয় ৪৭ হাজার ৮৫১ টন। কারখানার কমান্ড এরিয়ায় প্রতি ডিলারের জন্য বরাদ্দ ১২ টন। এই সারের মধ্যে যমুনার উৎপাদিত ৯ টন ও আমদানি করা সার ৩ টন। কারখানায় মজুদ রয়েছে আমদানি করা ৪০ হাজার ৯০০ টন ও যমুনা সার কারখানার উৎপাদিত ৮২ হাজার ৬৮০ টন।

নাম প্রকাশ না করার শর্তে যমুনার ডিলাররা জানান, প্রতি মাসে ডিলারদের বরাদ্দ করা যমুনার উৎপাদিত ইউরিয়া সারের সঙ্গে আমদানি করা ৩ টন সার বাধ্যতামূলক করা হয়েছে। এ সারের বস্তা দীর্ঘদিনের ছেঁড়া-ফাটা, জমাট বাঁধা, গলা ও পচা। এ সার কৃষকরা না নেওয়ায় মোটা অংকের লোকসান গুনে আসছেন ডিলাররা। এর ফলে আমদানি করা নিম্নমানের সার ডিলারদের নামে বরাদ্দ বন্ধের দাবিতে কারখানার উৎপাদিত ইউরিয়া সারসহ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন ডিলাররা।

কারখানার এমডি সুদীপ মজুমদার বলেন, আমদানি করা সার ডিলাররা কেন নেবেন না, আমার জানা নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বস্তা ছেঁড়া-ফাটা, জমাট বাঁধা, গলা ও পচা থাকলে সেটা ডিলাররা নেবেন না। যেসব ভালো বস্তা, সারের মান ভালো, সেগুলো তো নিতে হবে ডিলারদের।

আরও পড়ুন

×