ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ২

ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ২

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০ | ০৩:৩১ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ | ০৩:৪১

জয়পুরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে শহরের রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- সদর উপজেলার আরামনগর কবিরাজপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে আতিকুর রহমান রাহি (১৯) ও ক্ষেতলাল উপজেলার ইকড়গাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে রনি (২০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, তারা স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের দুইটি ছবি কুরুচিপূর্ণভাবে এডিটিং করে ফেসবুকে প্রকাশের হুমকি দিয়ে অর্থ আদায় এবং ওই নারীর সঙ্গে ফোনালাপে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার সকালে ওই নারী র্যা বের কাছে লিখিত অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু উঠতি বয়সের তরুণ-তরুণীদের সাহায্যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে অশ্লীল ও নগ্ন ব্যবহার করে একাধিক তরুণীকে ব্লাকমেইল করেছেন বলে তারা স্বীকার করেন।


আরও পড়ুন

×