বুড়িচংয়ে বাবার হাতে ছেলের মৃত্যু

বুড়িচং (কুমিল্লা )প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২০ | ০৫:২১ | আপডেট: ২৭ আগস্ট ২০২০ | ০৫:২৪
কুমিল্লার বুড়িচংয়ে বাবার হাতে আবুল হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার সদরের মো. আনোয়ার হোসেনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার ছেলেদের মনোমালিন্য চলছিল। প্রায়ই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ও তার ছোট ছেলে জাহিদুল হাসান সবুজ ছাদে গাছ লাগাতে যান। এসময় আরেক ছেলে আবুল হাসান (৩০) সেখানে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে আনোয়ার হোসেন ও তার ছোট ছেলে ইট ও কোদাল দিয়ে আবুল হোসেনের ঘাড়-মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বড় ভাই আবুল কালাম জানান, গাছের চারা লাগানো নিয়ে বাবা ও দুই ভাইদের মধ্যে ঝগড়ার হয়। তার দাবি, ঝগড়া ও তর্ক-বির্তকের এক পর্যায়ে আবুল হাসান দৌড়ে বাড়ির ছাদের উপর উঠতে গিয়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যান।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, টাকা-পয়সা নিয়ে তার স্বামীর সাথে শ্বশুর আনোয়ার হোসেন ও দেবর জাহিদুল হাসান সবুজের প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে সকালে বাড়ির ছাদে গাছের চারা লাগাতে গেলে শ্বশুর-দেবর মিলে ইট ও কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।