ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

ফাইল ছবি সমকাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০ | ০৩:৫৬

নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটে প্রায় ৩ শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ পড়েছে ঘাটে। রোববার সকাল থেকে ৫টি ফেরি দিয়ে নৌরুট সচল রাখা হয়েছে। এদিকে, গন্তব্যে পৌঁছাতে নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় লাগায় ক্ষোভ প্রকাশ করছেন অনেক যাত্রী।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে ১৬টি ফেরির মধ্যে ৫টি ফেরি চলাচল করছে। ১২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, ঘাটে বর্তমানে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। ফেরিগুলো তুলনামূলক কম পরিমাণ যানবাহন নিয়ে চলাচল করছে। সবাইকে অন্য রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।



আরও পড়ুন

×