ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

সিলেটে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৮:৪২

সিলেটে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং সেই দৃশ্যের ভিডিও ধারণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মেম্বার শাবাজ আহমদ (৩৮) সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার নির্যাতনের শিকার কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছেন। মেডিকেল টেস্টের জন্য কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শাবাজকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে টুকেরবাজারের পীরপুর জামে মসজিদের সামনে থেকে কিশোরীকে (১৬) অপহরণ করেন মেম্বার শাবাজসহ তিনজন। সেই রাতে দক্ষিণ সুরমার লালাবাজারের একটি বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ এবং সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন শাবাজ।

আরও পড়ুন

×