ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ০১:৫৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ০২:০৩

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বাক্কার সরদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাক্কার সরদার তালা উপজেলার পাঁচপোতা গ্রামের প্রয়াত একব্বর সরদারের ছেলে।

এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৯০ জনের মৃত্যু হলো। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩০ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর- শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বাক্কার সরদার গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে বাক্কার সরদারের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×