রাজশাহী শহর রক্ষা বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ

ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০০:১১ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ০০:১১
প্রবল স্রোতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রাজশাহী শহর রক্ষা বাঁধে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল আলম জানান, বাঁধটি স্রোতের মুখে পড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনসাধারণের প্রবেশে বাড়তি সমস্যা হতে পারে বলেই তাদের প্রবেশ আপাতত বন্ধ করা হয়েছে।
বাঁধ রক্ষায় ইতিমধ্যেই তারা আড়াই হাজার বস্তা জিও ব্যাগ ফেলেছেন বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে কমতে শুরু করেছে পদ্মার পানি। পানি উন্নয়ন বোর্ডের উপাত্ত সংগ্রহকারী এনামুল হক জানান, শনিবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৫ মিটার। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বছরের সর্বোচ্চ পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৯ মিটার। তিনি জানান, প্রতিদিনই পানি কমছে।
রাজশাহীর পবা, চারঘাট, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের পানিবন্দি হয়ে থাকা মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন। সসরকারি ও বেসরকারিভাবে তাদের মাঝে ত্রাণ বিতরণ চলছে।